সামনেই রামনবমী। প্রতিবছর এই উৎসবটি মহাসমারোহে পালন করে থাকে বিজেপি। তার আগেই বুধবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে পদ্মশিবিরকে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, সাম্প্রদায়িক উসকানি বরদাস্ত করা হবে না। মমতার সাফ কথা, রামনবমীর মিছিলের নামে মুসলিম এলাকায় গিয়ে হামলা চালালে কিন্তু আইন আইনের পথে চলবে। মমতার অভিযোগ, “বিজেপির নেতারা বলে বেড়াচ্ছে রামনবমীর মিছিলে যে অস্ত্র পাব, হাতে নিয়ে বেরিয়ে পড়ব। আমি বলছি, আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু বলে রাখলাম কোনওরকম অশান্তি হলে পালটা মিছিল কিন্তু আমরাও বের করতে পারি।” এরপর আরও স্পষ্ট করে মমতা বলে দেন,”রামনবমীর মিছিলের নামে যদি মুসলিম এলাকায় ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়, তাহলে আইন কিন্তু আইনের পথে চলবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, রামনবমীর মিছিলে আগেও অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। বস্তুত, সাম্প্রতিক অতীতে বাংলায় যে গুটিকয়েক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে, তার অধিকাংশের নেপথ্যে রামনবমীর মিছিলের ভূমিকা ছিল। এবারেও সুপরিকল্পিতভাবে রামনবমীতে অস্ত্র মিছিলের আয়োজন করছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই প্রশাসন মহলে বিজেপির এই অস্ত্র মিছিল নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে। অশান্তির আঁচ যে প্রশাসন করছে, সেটা মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যেই স্পষ্ট। “রাম কখনও বলেননি ভোজালি নিয়ে মেরে এস। হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দাও”, বক্তব্য মুখ্যমন্ত্রীর।