এবার শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ থেকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি স্পষ্ট বললেন, ‘আমার পেছনে ইডি সিবিআই লাগাতে হবে না। দুর্নীতিতে আমার যোগসাজশ থাকলে প্রমাণ করুক আমি নিজেই মৃত্যুবরণ করব।’ কেন্দ্রকে তাঁর হুঁশিয়ারি, ‘সিবিআই করুন। কিন্তু মানুষের কাজের জন্য টাকা দিন। আমি জেদি ছেলে। একা হলেও আমি দিল্লীতে যাব। দিল্লী অচল করে ছাড়ব।’
অভিষেকের অভিযোগ, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে আর্থিকভাবে বাংলাকে বঞ্চিত করেছিল কেন্দ্র, তারপরও যাবতীয় প্রকল্প চালিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’ তিনি আরও বলেন, ‘তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করতে পারে। ক্ষমতা থাকলে হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী, বিশ্বজিৎ কুণ্ডুকে সাসপেন্ড করে দেখান। শুধু ভাইপো এই করেছে সেই করেছে তিন বছর হয়ে গিয়েছে এখনও নাম নিতে ভয় পায়।’
অভিষেকের দাবি, ‘তৃণমূলকে দুর্বল করতেই এজেন্সির ব্যবহার করা হচ্ছে। কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নয়? গাজোয়ারি করে টাকা আটকে রেখেছে। বাংলায় একের পর এক প্রকল্প বন্ধ হয়েছে। আবাসা যোজনা, একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে। বাংলার মানুষের জন্য কিছু করছে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে সরকারে বসিয়েছে। কারও দয়ায় তৃণমূল ক্ষমতায় আসেনি।’