এবার সিপিএম নেতা মহম্মদ সেলিমকে পাল্টা কটাক্ষে বিঁধলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সম্প্রতি উদয়ন দাবি করেন, বাম জমানায় তাঁর বাবা কমল গুহও নাকি চাকরির জন্য সুপারিশ করেছেন। আর তাতে যোগ্যরা না পেয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে। এই মন্তব্য করতেই উদয়ন গুহকে আক্রমণ করেন মহম্মদ সেলিম। এবার তারই পাল্টা জবাব দিলেন উদয়ন। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সিপিএমকে একহাত নিয়েছিলেন তিনি। তাঁর বাবা কমল গুহর অবস্থানও স্পষ্ট করেছিলেন। যা নিয়ে আজ রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। উদয়ন গুহ বলেছিলেন, “দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসূরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।”
প্রসঙ্গত, উদয়ন গুহের এই মন্তব্য নিয়ে তাঁকে কড়া ভাষায় বিদ্ধ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আজ, মঙ্গলবার সেসবের জবাব দিতে গিয়ে ফেসবুকে সরাসরি নাম করে মহম্মদ সেলিমকে তুলোধোনা করেন। এমনকী এই নিয়োগ দুর্নীতিতে যে সেলিমের দল যুক্ত ছিল সেটাও বুঝিয়ে দিয়েছেন দিনহাটার বিধায়ক। কমল গুহের ছেলে উদয়ন গুহের মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, “লোকে মৃত বাবার পিণ্ড দান করেন। উনি বাবার পিণ্ডি চটকাচ্ছেন।” ফেসবুকে এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন উদয়ন। “সেলিম আপনারা শুধু নিজের বাবার নন, শিক্ষার বাবার পিন্ডিও চটকেছেন। আজ সেলিমের জন্য, এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করে প্রাথমিক শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। আর আমি সুপারিশ করেছি। চাকরি দিইনি। চাকরি দেওয়ার অধিকার আমার ছিল না”, বক্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।