পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত ভোট নিয়ে এখনই আদালত কিছু বলবে না। যার অর্থ হল, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। রাজ্য নির্বাচন কমিশন চাইলে এখনই পঞ্চায়েত ভোট ঘোষণা করে দিতে পারে।
পঞ্চায়েত নির্বাচনের আগে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির গণনা ইত্যাদি নিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, গণনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তার যৌক্তিকতা রয়েছে। তবে এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট এও জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে যে আবেদন শুভেন্দু অধিকারী করেছিলেন, তা নিয়ে তিনি চাইলে পৃথক মামলা করতে পারেন। আদালত তা আলাদা ভাবেই শুনবে।
সব ঠিক থাকলে এপ্রিলের শেষে বা মে মাসের গোড়ায় পঞ্চায়েত ভোট হওয়ার কথা ছিল। কিন্তু শাসক দলের এক নেতার কথায়, শেষমেশ পঞ্চায়েত ভোট হতে হয়তো জুন-জুলাই হয়ে যাবে। কারণ, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি করে শুভেন্দু অধিকারীরা অবধারিত ভাবেই আদালতে যাবেন। সেই শুনানি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবে। এমনকী, সুপ্রিম কোর্ট অবধি গড়াতে পারে। ফলে রাজ্য নির্বাচন কমিশন যে তারিখে ভোট গ্রহণের দিন ধার্য করবে সেই দিন ভোট নাও হতে পারে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট এখনই পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ না করলেও আইনি জটিলতা যে একেবারে কেটে গেল তা বলা যাবে না।