রাত পেরলেই মমতা ও অভিষেকময় হয়ে উঠতে চলেছে কলকাতা। বুধবার দুপুরে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে দু’দিনের ধর্না শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অনতিদূরে শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুগল ম্যাপ বলছে, দু’টি ক্রমসূচির দূরত্ব ১.২ কিলোমিটার। মমতার ধর্নায় যেমন নেতা-মন্ত্রী মিলিয়ে ভিআইপিদের ভিড় হবে, তেমনই অভিষেকের সভায় ভিড় জমাবেন তৃণমূলের ছাত্র-যুবরা। সব মিলিয়ে আগামীকাল সারাদিন রাজ্যবাসীর নজর থাকবে মধ্য কলকাতার দিকে।
প্রসঙ্গত, আগামীকাল মমতার ধর্না শুরু হওয়ার কথা বেলা ১২টায়। আর অভিষেকের সভা শুরু হওয়ার বেলা ১টায়। তৃণমূল সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ভাষণ শুরু করবেন বেলা ২টো নাগাদ। উল্লেখ্য, মমতা তাঁর কর্মসূচি ঘোষণার সময়েই জানিয়েছিলেন, কেন্দ্রের থেকে বরাদ্দ এবং বকেয়া অর্থ না পাওয়ার দাবিতেই তাঁর ধর্না। এবং তিনি ‘মুখ্যমন্ত্রী’ হিসাবেই সেই ধর্নায় বসবেন। অন্যদিকে, অভিষেক যে সভার ডাক দিয়েছেন, সেখানে দলের যুব সম্প্রদায়কে ‘শৃঙ্খলাবদ্ধ’ করাই তাঁর লক্ষ্য। তিনি মঞ্চ থেকে ছাত্র-যুবদের বার্তা দিতে পারেন।
