এর আগে ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের উদ্দেশে বিধানসভার বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘নন্দলালদের আর কত লাগবে?’ মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে গ্যাসের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে গিয়েও সেই ‘নন্দলাল’ আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটা সৌজন্য। মা বোনেরা শুনুন, ওদের বলবেন, বাহবা নন্দলাল/ ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’
প্রসঙ্গত, বাংলার তৃণমূল সরকার রেশনের মাধ্যমে বিনা পয়সায় চাল দেওয়া এখনও জারি রেখেছে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চান, তাঁর সরকার যখন মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছে তখন সেই চাল ফোটানোর জন্য কেন্দ্রীয় সরকারের থেকে গ্যাস কিনতে হচ্ছে ১১৪৯ টাকা দিয়ে। উল্লেখ্য, ২০১৪ সালে মোদী সরকার যখম প্রথমবার ক্ষমতায় আসে, সেই সময়ে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪৪০ টাকা। এখন সেটা সাড়ে ১১০০ টাকায় গিয়ে ঠেকেছে। বহু রাজ্যে ১৩০০ টাকাও ছাড়িয়ে গিয়েছে। সিঙ্গুরের রতনপুরের সভায় মধ্যবিত্তের এই জ্বালানি-যন্ত্রণার কথাই তুলে ধরেছেন মমতা।
