শুরু হয়েছে জাতীয় সিনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা। দুরন্ত ছন্দেই অভিযান শুরু করল বাংলা। প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। এদিন অরুণাচলের বিরুদ্ধে দাপট অব্যাহত ছিল বাংলার মেয়েদের। প্রথম দিকেই বেশ কিছু গোলের সুযোগ এসেছিল। তবে সেগুলি কাজে লাগাতে পারেনি তারা। যদিও ম্যাচের প্রথম দু’টি গোল হয়েছে প্রথমার্ধে। ৩১ মিনিটে বাংলাকে এগিয়ে দেন তিতলি সরকার। প্রথমার্ধের সংযুক্তি সময়ে দ্বিতীয় গোল করেন মৌসুমী মুর্মু।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও বাংলার দাপট বজায় ছিল। কিন্তু গোল করতে পারছিল না তারা। তৃতীয় গোলের জন্যে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় পর্যন্ত। গোল করেন রিম্পা হালদার। আগামী ২৭শে মার্চ বাংলার পরের খেলা তামিলনাড়ুর বিরুদ্ধে। সকাল ৯টা থেকে শুরু হবে সেই ম্যাচ। গ্রুপে বাংলার তৃতীয় প্রতিপক্ষ উত্তর প্রদেশ। মথুরাতে অনুষ্ঠিত হবে বাংলার সবক’টি ম্যাচ।
