গত বৃহস্পতিবার সুরাতের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। আর শাস্তি হওয়ার পরই ২৪ ঘণ্টা কাটার আগেই জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে সাংসদ পদ খুইয়েছেন তিনি। এই ঘটনার পরই নিজের টুইটারের বায়োতে সাংসদ পরিচয় বদলে “বহিস্কৃত সাংসদ” লিখেছেন রাহুল। এবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে গান্ধী পরিবারের ঐতিহ্য ও শক্তির কথা তুলে ধরলেন তিনি।
রাহুলের ইন্সটাগ্রাম পোস্টে শোনা যায়, প্রিয়াঙ্কা গান্ধী তাঁদের বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর প্রয়াণের সময়ের কথা বলছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘৩২ বছর পুরনো কথা। আমার বাবার শেষযাত্রা শুরু হয়েছিল। কিছু দূর এগোনোর পরই রাহুল গাড়ি থেকে নেমে পড়ল। কড়া রোদের মধ্যেই ও বাবার দেহের পিছন পিছন হাঁটছিল। বাবার দেহ তিরঙ্গায় মোড়া ছিল। ওই শহীদকে নিয়ে আজ সংসদে অপমান করা হয়, যিনি দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। শহীদের ছেলেকে দেশদ্রোহী বলা হয়। প্রধানমন্ত্রী সংসদে প্রশ্ন করেন যে আমার পরিবার কেন নেহেরু পদবি ব্যবহার করে না। এই কথাগুলির জন্য মানহানির মামলা করা হয় না, শাস্তি দেওয়া হয় না। সংসদ থেকে তাড়িয়ে দেওয়া হয় না। এই দেশের স্বাধীনতা আমাদের পরিবারের রক্তে অর্জিত।’ ওই ভিডিয়োর ক্যাপশনে রাহুল গান্ধী লেখেন, ‘সত্য, সাহস ও বলিদান— এটাই আমাদের ঐতিহ্য, আর এটাই আমাদের শক্তিও।’
