সোমবার দু’দিনের সফরে বাংলায় এসেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ সন্ধেয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তাঁর নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। দেশের সাংবিধানিক প্রধানকে কাছে পেয়ে সংবিধান রক্ষার আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, ভারতের মূল ভিত্তিই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই বৈচিত্র্য রক্ষা করার দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের উন্নতি, সম্মান প্রাপ্তির খতিয়ান তুলে ধরেন মমতা। বাংলা যে এখন মডেল, সে কথা মনে করিয়ে দেন তিনি। শুধু কেন্দ্র নয়, আন্তর্জাতিক মঞ্চেও সম্মান পেয়েছে বাংলার একাধিক প্রকল্প। এদিনের মঞ্চে সংক্ষেপে সে কথাও জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, বক্তব্য শেষের আগে রাষ্ট্রপতির কাছে আর্জি জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের মধ্যে উপস্থিত রয়েছে দেশের সাংবিধানিক প্রধান। তাঁর কাছে একটাই আর্জি, দেশের সমস্ত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। সংবিধানকে রক্ষা করুন। যে কোনও বিপর্যয় থেকে দেশকে রক্ষা করুন।” শেষে তাঁর সংযোজন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেশের মূল ভিত্তি, সে কথা মনে রাখতে হবে।” উল্লেখ্য, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট, সাংবিধানিক অধিকার খর্বের অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির সামনে ফের সংবিধান রক্ষার দাবি জানালেন তিনি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।