আজ দু’দিনের রাজ্য সফরে বাংলায় এসে পৌঁছেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি কলকাতায় এলেন। সোমবার সন্ধেয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হল তাঁকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দিল রাজ্য সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা মঞ্চে ভিন্ন মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন ইন্দ্রনীল সেন, রূপঙ্কর, লোপামুদ্রা মিত্রেরা ‘আনন্দলোকে-মঙ্গলালোকে’ গাইলেন। আর ধামসা বাজালেন স্বয়ং মমতা। আবার আদিবাসী নৃত্যের পাও মেলালেন। যা দেখে আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী। মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি একসঙ্গে হাততালি দিয়ে উঠলেন। তারপরে করমর্দন করে নিজেদের আসনে বসলেন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। গোটা ইন্ডোর স্টেডিয়াম তখন ফেটে পড়ল করতালিতে। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি নিজেও উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার প্রত্যন্ত আদিবাসী অঞ্চল থেকে উঠে এসেছেন। আজ সেই আদিবাসী রাষ্ট্রপতির সামনে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরাকে উপস্থাপন করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এই সংবর্ধনা যে এত আড়ম্বরপূর্ণ হবে, তা ভাবতেই পারেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মমতার ভূয়সী প্রশংসাও শোনা গেল তাঁর মুখে।