চিরকুটে চাকরি ইস্যুতে সিপিএমের অস্বস্তি বাড়িয়েই চলেছে তৃণমূল। এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সুরে গলা মেলালেন বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাস। রবিবার চাকরি কাণ্ড নিয়ে সিপিএমকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘আজ সিপিএম বড় বড় কথা বলছে। ১৪ বছর বয়স থেকে কংগ্রেস রাজনীতি করছি। আমরা দেখেছি কাগজের টোকেন দিয়ে সিপিএমের লোকেদের চাকরি হয়েছে। আজ যদি চাকরির হিসাব করতে তাহলে সরকারি কর্মচারী আর কোন সিপিএমের লোক থাকবে না। কারণ অধিকাংশ সিপিএমের লোকেরা দু’নম্বরি করে চাকরি নিয়েছে।’
তাঁর সাফ কথা, ‘সমস্ত জায়গায় বৌকে বেআইনি ভাবে চাকরিতে ঢুকিয়ে দিয়ে আপনি পার্টি করেছেন। তৃণমূলের লোকেরা চাকরি পেলেই বলবে বেআইনি ভাবে চাকরি হয়েছে। ৩৪ বছর বাংলায় কোন নিয়ম শৃঙ্খলা ছিল না। সিপিএম শুধু মিটিং মিছিল করিয়েছে আর পাঁচ কেজি গমের জন্য লাইন দেওয়া করিয়েছে। বাংলার মানুষকে বড় বড় কথা বলে বিভ্রান্ত করতে চাইছে।’ পাশাপাশি এই মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদেরও একহাত নেন বিধায়ক খোকন দাস। রবিবার বর্ধমান শহরের ২৫ নং তৃণমূল কংগ্রেসের একটি রক্তদান শিবিরে এই মন্তব্য করেছেন খোকন দাস।
