সিপিএম আমলে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বাম নেতাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। এর পাশাপাশি রাজ্যবাসীকে শাসক দলের শীর্ষ নেতৃত্ব এই বার্তাও দিচ্ছেন, যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তি আজও অক্ষুণ্ণ। সেটা করতে গিয়েই শনিবার খড়দার একটি অনুষ্ঠানে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘একটা মন্দিরে পুরোহিত চোর, দেবতা কি চোর হয়ে যায়? অপবিত্র হয়ে যায়? যাঁকে আমরা দেবতা মনে করি, সত্যিই শ্রদ্ধা করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন? আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন?’ সোমবারও নিজের বক্তব্যেই অনড় থাকলেন তিনি।
এদিন সংবাদ মাধ্যমকে শোভনদেব বলেন, ‘মমতাকে দেবতা বলে ভুল করিনি। যা বলেছি ঠিকই বলেছি।’ এর পাশাপাশি সোমবার একটি দলীয় অনুষ্ঠানে মন্ত্রী এ-ও বলেন যে, ‘কিছু পূজারির জন্য দেবতার বিড়ম্বনা তো হচ্ছেই। দেবতাকে সামনে রেখে পূজারিরা অসৎ কাজ করলে দেবতার কিছু বিড়ম্বনা তো হবেই।’ তাঁর সংযোজন, ‘পরিবারের মধ্যে সৎ অসৎ থাকে। আমাদের দায়িত্ব অসৎদের ধীরে ধীরে বাদ দিয়ে দেওয়া।’ অন্যদিকে, নিয়োগ দুর্নীতি ইস্যুতে আবারও বাম আমলের দুর্নীতি নিয়ে সরব হন শোভনদেব। তিনি বলেন, ‘আমার কাছে প্রমাণ আছে বামফ্রন্টের দুর্নীতির। যা যা অভিযোগ আনছি, আমার কাছে সেগুলোর প্রমাণ এবং তথ্য আছে, তাই করছি। বিধানসভার ২০০৪ সালের বক্তৃতার রেকর্ড তুলে ধরব। বামফ্রন্টের সন্ত্রাস মানুষের স্মৃতিতে এখনও টাটকা।’
