বাম আমলে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে দলের ঘনিষ্ঠ অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। শুধু তাই নয়। চিরকুটে চাকরি ইস্যুতে নাম জড়িয়েছে সিপিএম সুজন চক্রবর্তীর স্ত্রীরও। এমনকী বাম আমলে কীভাবে চাকরি হত, তা নিয়ে গত কয়েকদিন ধরেই কাঁটাছেড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার সিপিএমের অস্বস্তি আরও বাড়য়ে দিয়ে তাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বাম আমলের চিরকুটে নিয়োগ কি নিয়োগ হত? কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে গিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘চিরকুট না লিস্ট জানি না। এটা নিশ্চিত যে, বাম আমলে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি হয়েছে। সেই চাকরি না হলে, সব বাম নেতাদের বাড়ির লোক বা স্ত্রী চাকরি পায় কীভাবে? আমরা এ ব্যাপারে নিশ্চিত।’ সেই সূত্রেই উঠে আসে সারদা সহ চিটফান্ড প্রসঙ্গও। তার দায়ও সিপিএমের ওপরেই চাপিয়েছেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এগুলোর সমস্ত কিছুর সূচনা সিপিএম আমলে।’
