রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাড়ানো হল একাধিক ভাতা-সহ পেনশনের পরিমাণ। আজ, সোমবার নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে অ্যাড হক বোনাস বাবদ রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পাবেন।
পাশাপাশি, উৎসব ভাতা ১৪ হাজার থেকে বেড়ে হল সর্বোচ্চ ১৬ হাজার টাকা। এক্সগ্রাসিয়া স্বরূপ রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ পাবেন ২ হাজার ৯০০ টাকা। এতদিন তাঁরা পেতেন ২ হাজার ৭০০ টাকা। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে দাঁড়াল ৩৩ হাজার টাকায়।