ফের বিতর্কের কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত। বিলকিস বানোর ধর্ষণকারীদের জন গতবছর স্বাধীনতা দিবসে জেলমুক্তি দিয়েছিল সে রাজ্যের বিজেপিশাসিত সরকার। এলাকায় ফেরার পর তারা ফুলমালায় বীরের সংবর্ধনাও পেয়েছিল ধর্ষকরা। এবার সেই ১১ জনের একজন উঠে পড়ল গুজরাত সরকারের অনুষ্ঠানের মঞ্চে। বিজেপির সাংসদ, বিধায়কের পাশে মঞ্চে আলো করে বসে রইল শৈলেশ চিমানলাল। গুজরাত সরকারের জলসম্পদ দফতরের একটি অনুষ্ঠান ছিল শনিবার। দাহোদ জেলার সেই অনুষ্ঠানে ছিলেন সেখানকার বিজেপি সাংসদ যশবন্ত সিং ভাভর এবং তাঁর ভাই তথা বিজেপিরই লিমখেড়ার বিধায়ক শৈলেশ ভাভর। এই দুই ভাভরের সঙ্গেই দেখা গিয়েছে বিলকিসের এক ধর্ষককে। রবিবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ দৃশ্য প্রকাশ্যে আসতেই তুঙ্গে বিতর্কের ঝড়।
উল্লেখ্য, কেবল বিলকিস বানোকে গণধর্ষণই নয়, গুজরাত দাঙ্গার সেই ভয়াবহ সময়ে ১৪ জনকে খুন করারও অভিযোগ ছিল এই ১১ জনের বিরুদ্ধে। ২০০৮ সালে এদের দোষী সাব্যস্ত করে আদালত। তারপর থেকে জেলেই ছিল তারা। গতবছর ১৫ই আগস্ট জেলে ভাল আচরণের জন্য এই ১১ জনকে মুক্তি দেওয়া হয়। ওই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশে। ১১ জন অপরাধীকে ফের জেলে পাঠাতে বহু মামলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম পলিটব্যুরো সদস্য সুহাসিনী আলিরা সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন। এরমধ্যে গত ২২ মার্চ স্বয়ং বিলকিস বানো আদালতে মামলা করে আর্জি জানান, তাঁর ধর্ষকদের আবার জেলে পাঠানো হোক। বিলকিসের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন তাঁকে নিশ্চয়তা দিয়েছেন, পৃথক বেঞ্চ গঠন হবে। আজ সোমবার সেই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। গুজরাতের বিধানসভা ভোটের সময়ে এই ১১ জনকে দেখা গিয়েছিল, বিজেপির হয়ে প্রচার করতে। এবার সোজা সরকারি অনুষ্ঠানের মঞ্চেও দেখা গেল এদের একজনকে। স্বাভাবিকভাবেই যা ঘিরে শুরু হয়েছে শোরগোল। নিন্দার রোল উঠেছে একাধিক মহলে।
