রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এমন পরিস্থিতি রাজ্যের বিরোধী দলনেতার বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তাপস রায়।
তিনি জানালেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতেন তিনি। তাঁর বিধায়ক পদ খারিজের আবেদনও করাতেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করেন। ক্ষমা করে দিতে বলেন। তাই সেই প্রক্রিয়া আর এগোয়নি।
নিজের বিধানসভা এলাকা বরানগরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাপস রায়। সেখানে দাঁড়িয়ে বলেন, ‘শুভেন্দু বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতাম। ঠিকমতো প্রিভিলেজ আনলে ওঁর বিধায়কপদ খারিজ য়ে যেত। কিন্তু মুখ্যমন্ত্রী আমাকে নিষেধ করেন। বলেন, ক্ষমা করে দিতে’।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইতিপূর্বে বিধানসভায় বিরোধী দলনেতার সাসপেনশনও রোধ হয়েছিল। সেইসময়ও শুভেন্দুর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।