দাদা রাহুল গান্ধীকে কি ঘুরিয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী? দিল্লির সত্যাগ্রহের মঞ্চ থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক বললেন, ভগবান রামচন্দ্রকেও তো বনবাসে যেতে হয়েছিল। ওরা কি রামচন্দ্রকেও পরিবারবাদী বলবে? আমার পরিবারের রক্তে এই দেশের গণতন্ত্র লালিত।
রাহুলের সমর্থনে রাজঘাটের ধরনায় আজ কংগ্রেসের তাবড় শীর্ষ নেতা উপস্থিত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পি চিদম্বরমরা। সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা বললেন, আপনারা আমাদের পরিবারবাদী বলেন। আমাকে বলুন তো ভগবান রামও কি পরিবারবাদী ছিলেন? আমাদের পরিবারের সদস্যরা এই দেশের জন্য শহিদ হয়েছিলেন, সেজন্য কি আমাদের লজ্জিত হওয়া উচিত? আমাদের রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র লালিত হয়েছে।
প্রিয়াঙ্কার অভিযোগ, লাগাতার তাঁর পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি নেতারা। অথচ তাদের কোনও শাস্তি হয় না। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছেন, “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীর জাফর বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না।
রাহুলের পাপ্পু বদনাম নিয়েও এদিন ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে’।