মুখপত্রের তালিকা প্রকাশ করল তৃণমূল। সংযোজিত হল একাধিক নাম।একদিকে যেমন রয়েছেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েনরা। তেমনই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে স্থান পেয়েছেন বাবুল সুপ্রিয়, কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠি থেকে শুরু করে সুস্মিতা দেব, মুকুল সাংমা, ত্রাজানো ডি মেলোরাও।
প্রকাশিত হওয়া তালিকায় জাতীয়স্তরে মুখপাত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০ সদস্যকে। এই তালিকায় যেমন বাংলার সাংসদ, মন্ত্রী, বিধায়করা আছেন, তেমনই আছেন ভিনরাজ্যের তৃণমূল নেতানেত্রীরাও। এদিকে মিডিয়া সেলের কাজ দেখভাল করবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটকুশলী প্রশান্ত কিশোর যুক্ত হাওয়ার পর থেকে প্রতি বছর দলের মুখপাত্রদের তালিকা প্রকাশিত হচ্ছে। গত তিন বছর ধরে এমনটা হয়ে আসছে। এ বছর গোড়ার দিকে মুখপাত্রদের নামের তালিকা প্রকাশ করা হল।