সিভিক ভলান্টিয়ারদের দিয়ে আরও কোনও প্রশাসনিক কাজ নয়। হাইকোর্টের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের কাজ কী, তা নির্দেশিকা দিয়ে বেঁধে দিল রাজ্য পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে নানা অভিযোগ উঠেছিল। হাইকোর্টেও ভৎর্সনার মুখে পড়তে হয় রাজ্যকে। তারপরই এই নির্দেশিকা প্রকাশ করা হল।
নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র পুজো, উৎসবে পুলিশকে সহযোগিতা করতে পারবে সিভিক ভলান্টিয়াররা। এছাড়া ট্র্যাফিক সামলানোর দায়িত্ব পালন করবে তারা। বেআইনি পার্কিং আটকাতে পুলিশকে সহযোগিতা করবে। সাধারণ মানুষের নিরাপত্তার কাজে পুলিশকে সাহায্য করবে। শুক্রবার ভবানী ভবন অর্থাৎ রাজ্য পুলিশের ডিরেক্টরেটের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
সম্প্রতি, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে রাজ্য সরকার একটি বড় প্রস্তাব দিয়েছিল। তাতে, এই সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করলে পদোন্নতি করে কনস্টেবল করা হবে, বলে পরিকল্পনা করছে নবান্ন।