এপ্রিলেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ক্যাবিনেটে বড়সড় বদলের কথা ঘোষণা করল বাসবরাজ বোম্মাই সরকার। জানিয়ে দেওয়া হল, মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করা হল। পাশাপাশি রাজ্যের মোট আসন সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে করা হল ৫৬ শতাংশ।
বোম্মাইয়ের রাজ্যে এর আগে মুসলিমদের জন্য যে ৪ শতাংশ আসন সংরক্ষিত ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কর্ণাটক সরকারের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়, এবার থেকে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে, তার অধীনেই রাজ্যের মুসলিমদের সংরক্ষণ দেওয়া হবে। এদিকে, রাজ্যে ওবিসি মুসলিমদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে যে ৪ শতাংশ আসন এতকাল সংরক্ষিত থাকত, তা তুলে দেওয়া হল। এই সংরক্ষণ এবার পাবেন দুই সম্প্রদায় ভোক্কালিগা ও লিঙ্গায়তরা।
আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ সংরক্ষণ থাকে, মুসলিমদের সংরক্ষণকে তার অন্তর্গত করা হয়েছে। ভোক্কালিগাদের জন্য ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হল সংরক্ষণ। পঞ্চমাসালি, লিঙ্গায়তদের জন্যও সংরক্ষণ বাড়ল একই হারে। পাশাপাশি তফসিলিদের জন্য় সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বেড়ে হল ১৭ শতাংশ। শিডিউল ট্রাইবের জন্য ৩ থেকে ৭ শতাংশ হল সংরক্ষণ।