আশঙ্কা আগেই ছিল। হয়েছেও তাই। শুক্রবারই খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ। তবে তাতেও দমে না গিয়ে ফের গর্জে উঠলেন সোনিয়া-পুত্র। সাংবাদিক সম্মেলন করে ফের মোদী-আদানির সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তিনি। কংগ্রেস নেতার দাবি, আদানি ইস্যুতে তাঁর ভাষণে ভীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে তাঁর নামে মিথ্যাচার থেকে শুরু করে সাংসদ পদ খারিজ, সবটাই শুধু আদানি ইস্যুতে তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা মাত্র।
রাহুলের সাফ কথা, কোনও কিছু করেই আমাকে চুপ করানো যাবে না। আমি আদানি-মোদীর সম্পর্ক নিয়ে আগেও প্রশ্ন তুলেছি। এবং তুলতে থাকবে। আমি এসবে ভয় পাই না। ওরা আজও আমাকে বুঝতে পারিনি। এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। আটকানো যাবে না। তাঁর দাবি, সংসদে এরপর তিনি কী বলবেন, সেটা ভেবেই ভীত সরকার। প্রধানমন্ত্রীর চোখে আমি সেই ভয় দেখেছি। আমাকে বদনাম করার চেষ্টা, থেকে শুরু করে সাংসদ পদ খারিজ, সবটাই আদানি ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে যে তাঁকে ভয় দেখানো যাবে না তাও স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘আমি শুধু সত্য নিয়ে চিন্তিত। সত্য প্রকাশ করাই আমার কাজ। আমি যদি সাংসদ না থাকি বা আমাকে যদি গ্রেফতার করা হয়, তাও এই কাজ আমি করে যাব।’
