বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ চলছিল। লাগাতার আন্দোলন করছিলেন সরকারি চাকুরিজীবীরা। করেছেন অনশন। অসুস্থও হয়ে পড়েছিলেন অনেকে। সরকারের বিরুদ্ধে গিয়ে ধর্মঘট করার জন্য শোকজও হয়েছেন। এবার বড় সিদ্ধান্ত নিলেন তাঁরা। অনশন তুলে দিলেন আন্দোলনকারীরা। ৪৪ দিনে উঠল অনশন। তবে আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সরকারি কর্মীরা।
যৌথ মঞ্চের ডাকে লাগাতার আন্দোলন করছিলেন সরকারি কর্মচারিরা। ৪৪ দিন ধরে তাঁরা অনশনও তালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনরত এক কর্মী জানান যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই কারণে অনশন স্থগিত রাখা হয়েছে। তবে প্রয়োজন পড়লে ফের অনশনে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারী ভাস্কর ঘোষ বলেন, ‘প্রয়োজন পড়লে ফের আন্দোলনে বসব। আমার সঙ্গে আরও একজন অনশনকারী রয়েছেন তাপস সিংহ। তিনিও তাঁর অনশন আপাতত স্থগিত রেখেছেন। আমাদের শারীরিক পরীক্ষা করা হবে’। তিনি বলেন, ‘অনেকেই অনশন শুরু করলেও শেষ পর্যন্ত দু’জন ছিলেন’। ভাস্কর ঘোষ কটাক্ষ করে বলেন, ‘আমরা শুধুমাত্র আন্দোলনের অভিমূখ ঘোরাচ্ছি। ২৯ তারিখ গণ-অনশন হবে।