নতুন মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।
মাইল ফলকের থেকে এক ধাপ দূরে ছিলেন তিনি। শুক্রবার ভারতীয় সময় ভোর হতে না হতেই সেই মাইল ফলক স্পর্শ করে ফেললেন লিয়োনেল মেসি। ফুটবল জীবনে ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৮০০ গোল হয়ে গেল তাঁর। সামনে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
প্রসঙ্গত, এদিন পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৮৯ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মেসি। বুয়েনস এয়ার্সে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জেতে। এই ম্যাচে অনেক আগেই ৮০০-র মাইল ফলকে পৌঁছে যেতে পারতেন মেসি। কিন্তু দু’বার তাঁর শট পোস্টে লাগে। সেই দু’টি শটও তিনি ফ্রিকিক থেকেই নিয়েছিলেন। শেষ পর্যন্ত তৃতীয় প্রচেষ্টায় সফল হন। ৮৯ মিনিটে তাঁর শট পানামার গোলরক্ষক জোস কার্লোস গুয়েরার বাঁদিক দিয়ে গোলে জড়িয়ে যায়।