মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় একাধিক বার মিলেছে তার প্রমাণ। যার ফলে এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করল তৃণমূল, কংগ্রেস-সহ ১৪টি দল। তাদের অভিযোগ, ইডি, সিবিআইকে বিরোধীদের দমন করতে অপব্যবহার করা হচ্ছে। আদালত সূত্রের খবর, শীর্ষ আদালত ৫ এপ্রিল মামলাটি শুনবে বলে জানিয়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, ১৪ দলের শুক্রবারের যৌথ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদানি ইস্যুতে সংসদের যৌথ তদন্ত কমিটি বা জেপিসির দাবিতে গত এক মাস যাবত ১৮টি বিরোধী দল একত্রে দাবি জানিয়ে আসছে। সংসদেও ১৮টি দল এক সঙ্গে এই দাবিতে সরব হয়েছে তারা। সংসদের বাইরে গান্ধী মূর্তির বাইরে, সাংবাদিক বৈঠকেও দেখা দিয়েছে ১৮ দলের নেতাদের। যা মোদী জমানায় নজিরবিহীন। যদিও সেই ১৮ দলে তৃণমূল নেই। কারণ আদানি ইস্যুতে তারা এককভাবে লড়াই করছে। কিন্তু ইডি-সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগে হওয়া মামলায় শামিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও।
