সেই প্রথম বার ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে মোদী সরকার। এ রাজ্যের প্রতি দিন দিন কেন্দ্রীয় বঞ্চনার পরিমাণ বেড়েই চলেছে। সাম্প্রতিককালে যেমন একশো দিনের কাজ নিয়ে গ্রাম বাংলার বিপুল সংখ্যক মানুষের বঞ্চিত করছে তারা। বেনিয়মের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে বাংলার ১০০ দিনের কাজের প্রাপ্য সব টাকা বন্ধ করে রেখেছে মোদী সরকার। চলতি অর্থবর্ষের বরাদ্দও নেই বাজেটে। রাজ্যের শাসক দলের অভিযোগ, আগামী অর্থবর্ষেও বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে মোদী সরকার। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বঞ্চনার রাজনীতির শিকার বাংলা।
পরিসংখ্যান বলছে, দু’বছরে, ১০০ দিনের কাজের মোট ৬২ কোটি শ্রমদিবস থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। কেন্দ্রের অনিয়ম খতিয়ে দেখতে লাগাতার দল পাঠাচ্ছে মোদী সরকার। যা নিয়ে নবান্নের দাবি, কয়েকটি পদ্ধতি গত ত্রুটি ছাড়া আর কিছুই মেলেনি। কিন্তু তা সত্ত্বেও মিলছে না টাকা। উল্লেখ্য, বাংলার ঘাড়ে মনরেগা প্রকল্পের ২৭ নম্বর আইনের ধারা চাপিয়ে রেখেছে কেন্দ্র। মনে করা হচ্ছে, অদূর ভবিষ্যতেও হয়ত এই ধারা খারিজ করবে না মোদী সরকার। অন্যদিকে, বাংলাকে এক টাকাও দেবে না মোদী সরকার। রাজ্য ইতিমধ্যে সমস্ত তথ্য এবং অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়ে ওই ধারা খারিজের জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে। গোটা দেশে কেবল বাংলার সঙ্গেই এমন আচরণ করা হয়েছে। অন্যান্য রাজ্যের আবেদন অনুযায়ী মোদী সরকার ২০২৩-২৪ অর্থবর্ষের ১০০ দিনের কাজের বরাদ্দ অনুমোদন করেছে।