ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার একাধিক জেলায়। হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই ফের বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলতে পারে এই ঝড়-বৃষ্টির ইনিংস। তার আগে আপাতত তাপমাত্রা বাড়বে। আকাশ থাকবে মেঘমুক্ত। দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হবে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত যা চলতে পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ।
পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী কাল থেকে এই জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া। দু’দিন সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর-পশ্চিম ভারতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু ডিভিশনে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী-সহ উত্তরপ্রদেশের একাংশে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।
