“ধরব ধরব করছি, তবু ধরতে পারছি না”। খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে নিয়ে এমনই নাস্তানাবুদ অবস্থা পাঞ্জাব পুলিশের। সেই গত শনিবার থেকে মেগা অপারেশন শুরু করেছে তারা। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে ধরা যায়নি। তাঁর সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে, ধরা পড়েছেন তাঁকে আশ্রয় দেওয়া সেই মহিলাও। কিন্তু সেই যে প্রায় সপ্তাহখানেক আগে পুলিশের নাকের ডগা দিয়ে কার্যত কর্পূরের মতো উড়ে গেলেন তিনি, তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে একাধিক সিসিটিভি ফুটেজই ভরসা পুলিশের। এমনই এক ফুটেজে দেখা যাচ্ছে, মাথায় ছাতা নিয়ে, হাতে একটি ব্যাগ নিয়ে স্থানীয় কোনও এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন অমৃতপাল।
পুলিশ সূত্রের খবর, এই ফুটেজটি ২০ তারিখের, হরিয়ানার কুরুক্ষেত্র এলাকা থেকে মিলেছে। অর্থাৎ এ কথা স্পষ্ট, ১৯ তারিখ পাঞ্জাব থেকে এই হরিয়ানাতেই পালিয়েছিলেন তিনি। সেখানে রাত কাটিয়ে সকালে পালান। সেই সময়েই ধরা পড়ে এই ফুটেজ। তাতে দেখা গেছে, লম্বা গড়নের একটি লোক, আকাশি জামা এবং নেভি ব্লু ট্রাউজার্স পরে, বাঁ হাতে একটি ব্যাগ ঝুলিয়ে ছাতা মাথায় এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তাঁর খানিক সামনে আরও একজনকে দেখা যায়। তাঁরও মাথা কাপড়ে ঢাকা। তিনি কি অমৃতপালেরই সহযোগী? তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। অমৃতপালের হেঁটে যাওয়া দেখে অবশ্য বোঝার উপায় নেই, তিনি লুকিয়ে আছেন বলে। কোনও কিছুরই যেন পরোয়া করেন না তিনি।
