পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর সেই আন্দোলন দমন করতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কোনওরকম সরকার বিরোধী আন্দোলন– যেমন ধর্মঘট, ধরণা, সভা বা মিছিল করতে পারবে না বলে ‘ফতোয়া’ জারি করেছে মোদী সরকার। কেন্দ্রের এই ফতোয়ার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। কেন্দ্রের এই নির্দেশ বিপজ্জনক বলে জানিয়েছেন রাজ্যের জলসম্পদ ও পরিবেশ দফতরের মন্ত্রী মানস ভুঁইঞা।
তাঁর বক্তব্য, যখন অন্য রাজ্যে পেনশন তুলে দেওয়া হচ্ছে, তখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পেনশন চালু রেখেছেন মানুষের কথা ভেবে। রাজ্যে যাঁরা সরকার বিরোধী আন্দোলন করছেন তাঁরা এবার দেখুক কেন্দ্রীয় সরকার কতখানি অমানবিক। উল্লেখ্য, কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কর্মচারীরা কোনও রকম ধর্মঘট, গণ ক্যাজুয়াল লিভ, অবস্থান বা ধরনা করতে পারবে না। সরকারে বিরুদ্ধে কোনও রকম প্রতিবাদ করলেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে কর্মচারিরা প্রতিবাদ করলেই তার চরম ফল ভোগ করতে হবে। বেতনে কোপ তো পরবেই, সেইসঙ্গে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।