গত শুক্রবার বিকেলেই কলকাতায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপা প্রধানের পর এবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। প্রশ্ন উঠছে, তবে কি চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজ কি শুরু করে দিলেন মমতা?
গত শুক্রবার বিকেলে সপা প্রধানের সঙ্গে বৈঠকের পর আজ ২৩শে মার্চ বিকেলে বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। চব্বিশে লোকসভা ভোটের পাশাপাশি উড়িষ্যার বিধানসভা নির্বাচনও। নবীন নীতিগত ভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পক্ষে। যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল। তবে উড়িষ্যার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনায় মুখর। উড়িষ্যার সংবাদমাধ্যমে এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের আরোপ আর প্রত্যারোপ প্রতিদিনের চর্চা। অন্যদিকে, নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের। আর নবীনও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাই সব মিলিয়ে মনে করা হচ্ছে লোকসভা ভোটের দিকে তাকিয়ে বিরোধী ঐক্যে শান দিতেই এবার কাছাকাছি আসছেন দুজন।