জঙ্গি ওসামা বিন লাদেনের ছবি অফিসে টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের এক আধিকারিকের বিরুদ্ধে। এবার সেই সাব ডিভিশনাল অফিসারকে কাজ থেকে বরখাস্ত করা হল। অভিযুক্তের নাম রবীন্দ্র প্রকাশ গৌতম।
তদন্তে নেমে জানতে পারা যায়, ওই আধিকারিক নাকি ওসামা বিন লাদেনকে গুরু হিসাবে মানতেন। তার জেরেই তিনি লাদেনের ছবি অফিসে টাঙিয়ে রাখতেন। পিটিআই সূত্রে এমনটাই খবর। এরপরই সোমবার তাকে কাজ থেকে ডিসমিস করা হয়েছে।
অফিস সূত্রে খবর ওই ব্যক্তি লাদেনের একটি ছবি তার অফিসের চেম্বারে টাঙিয়ে রেখেছিলেন। ২০২২ সালের জুন মাসে তিনি ফারুকাবাদ জেলায় পোস্টিং ছিলেন। সেখানেই তিনি এই কীর্তি করেছিলেন।
এদিকে তার অফিসের সেই ভিডিয়ে সম্প্রতি ভাইরাল হয়। তারপরই নড়েচড়ে বসে বিদ্যুৎ দফতর। তাকে সাসপেন্ড করা হয়। এদিকে লাদেনকে একেবারে গুরু হিসাবে বলতেন ওই অফিসার। তবে সেই ছবি টাঙিয়ে বিপাকে পড়েন ওই আধিকারিক।
কুখ্য়াত জঙ্গি ওসামা বিন লাদেন তার ছবিই টাঙিয়ে রাখতেন অফিসে। এমনকী তাকে একেবারে পুজো করার মতোও করতেন তিনি। তবে গোটা বিষয়টিকে হালকা ভাবে নেয়নি কর্তৃপক্ষ। একেবারে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল তাকে।