সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের দিন তৃণমূল ল নেতা সঞ্জয় জৈনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বায়রন বিশ্বাস। শুধু তাই নয়। গত রবিবার বিকেলে ধুলিয়ান ১৯ নম্বর ওয়ার্ডের সঞ্জয় জৈনের বাড়িতে চড়াও হন বিধায়ক বায়রন বিশ্বাস বলেও দাবি করা হয়েছে। তার প্রতিবাদ করে এবার সাগরদিঘির সদ্য নির্বাচিত কংগ্রেস বিধায়ককে অবিলম্বে গ্রেফতারির দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অধীর চৌধুরীকে তাঁর প্রশ্ন, রাজনীতিকে কোথায় নামাচ্ছে কংগ্রেস?
প্রসঙ্গত, আজ বুধবার বিধায়ক পদে শপথ নেওয়ার কথা বায়রন বিশ্বাসের। তাঁর আগেই সাংবাদিক বৈঠক থেকে কুণাল বলেন, ‘অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বায়রন বিশ্বাসকে। প্রয়োজনে শপথের জন্য বিধানসভা যাওয়ার পথে ওঁকে গ্রেফতার করা হোক। উনি তৃণমূল নেতাকে মা ও বোন তুলে যে কথা বলেছেন তারপর উনি মুক্তভাবে ঘুরতে পারেন না।’ এরপরই অধীর চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কি বায়রন বিশ্বাসের মন্তব্যের সমর্থন করেন? যদি না করেন, তাহলে ক্ষমা চান। অন্যথায় ধরে নিতে হবে, আপনারা ওঁর মন্তব্যের সমর্থক।’ শুধু কংগ্রেস নয়, বামেদেরও ক্ষমা চাওয়ার কথা বলেন কুণাল।