এখনও খোঁজ পাওয়া যায়নি খালিস্তানি নেতা অমৃতপাল সিংহের। গত শনিবার নিখোঁজ হওয়ার পর থেকে বেপাত্তা তিনি। রবিবারই তাঁকে পলাতক ঘোষণা করেছে পাঞ্জাব পুলিশ। এমনকী ছদ্মবেশ নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালাতে পারেন বলেও অনুমান করা হচ্ছে। এমতাবস্থায় অমৃতপালের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল পাঞ্জাব পুলিশ। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছে। পাঞ্জাব সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ বলেছে, “অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার (এলওসি) এবং জামিন অযোগ্য পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করা হয়েছে। যিনি বর্তমানে পলাতক। পাঞ্জাব পুলিশ তাঁকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।”
প্রসঙ্গত, উল্লেখ্য, খালিস্তানি নেতাকে খুঁজে বার করতে ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাহায্য নিচ্ছে পাঞ্জাব পুলিশ। এদিকে পাঞ্জাব পুলিশের চোখ এড়িয়ে কীভাবে পালাল অমৃতপাল, তাও সিসিটিভিতে ধরা পড়েছে। সূত্রের খবর, মাদক মাফিয়া রাভেল সিংয়ের কাছ থেকে একটি মার্সিডিজ জোগাড় করেছিলেন অমৃতপাল। পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যাওয়ার সময়ও ওই মার্সিডিজেই ছিলেন অমৃতপাল। তবে তাঁকে শেষ বার একটি বাইকে চেপে পালাতে দেখা গিয়েছে। পুলিশের নজর এড়াতেই তিনি এই পথ অবলম্বন করে ছিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।