মঙ্গলবারই উড়িষ্যা পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে, তার আগে আজ উড়িষ্যায় বঙ্গভবন তৈরির জন্য জমি পরিদর্শন করবেন মমতা। প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, রাজ্য সরকারের উদ্যোগে পুরীতে একটি গেস্ট হাউজ বা বঙ্গভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই বঙ্গভবন কোথায় তৈরি হবে, তা-ই এদিন দেখতে যাবেন মমতা। তাঁর এই ব্যক্তিগত সফরের মাঝে, আগামিকাল তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকও করবেন।
উল্লেখ্য, উড়িষ্যা সফরে গেলে বরাবরই প্রতিবারই পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল। ২০২০ সালে ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেওয়ার সময়েও পুরী ঘুরে গিয়েছিলেন মমতা। তবে তাঁর এবারের সফর অবশ্যই নতুন মাত্রা পেয়েছে ২টি কারণে। একটি, পুরীতে বঙ্গভবন তৈরির প্রস্তুতি পরিদর্শন এবং দ্বিতীয় নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ। সূত্রের খবর, রাজ্য সরকারের গেস্ট হাউস তৈরির নকশাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জমি পছন্দ করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সেই নকশা ও সার্বিক প্রস্তুতিও খতিয়ে দেখবেন পূর্ত দফতরের আধিকারিকদের কাছ থেকে।