সম্প্রতি একের পর এক ভূমিকম্পের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সিরিয়া ও তুরস্ক। তার পর পরই ভারতের একাধিক জায়গায় একের পর এক ভূমিকম্প আঘাত হেনেছে। আর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান। এর পাশাপাশি মঙ্গলবার রাতে একাধিকবার কম্পন অনুভূত হয় দিল্লী, জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যেও। পাকিস্তানে এখনও পর্যন্ত ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১১ জন। আহত শতাধিক।
মঙ্গলবার রাত ১০টা বেজে ১৭ মিনিট নাগাদ আফগানিস্তানে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৫। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের জুর্মের ১৮০ কিলোমিটার গভীরে হলেও ভয়ংকর ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া এলাকা। ওই প্রদেশে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। হু হু করে বাড়ছে আহতের সংখ্যা। অনেককেই ভরতি করা হয়েছে হাসপাতালে। বিধ্বস্ত পাকিস্তানের ওয়াট ভ্যালি অঞ্চলও। ইতিমধ্যেই সে দেশে এমার্জেন্সি এলার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, এ দেশেও প্রভাব পড়েছে ভূমিকম্পের। গতকাল কেঁপে ওঠে দিল্লী, জম্মু ও কাশ্মী, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অংশ।