গত মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় ধাক্কা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে জানিয়ে দেওয়া হয়েছে, করোনাকালের ১৮ মাসের বকেয়া ডিএ দিতে পারবে না সরকার। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ডিএ না দেওয়ার বিষয়কে হাতিয়ার করে এবার ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। তাঁদের কটাক্ষ, বিজেপি এবার কর্মীদের পাশে দাঁড়াক।
সংসদে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত উত্তর দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ও এরিয়ারের তিন কিস্তির বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। তিনি জানান, করোনা মহামারির কারণে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই কারণে ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ তারিখের মহার্ঘ ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় সরকারের ওপর আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এবার বিজেপি বলুক কেন্দ্রকেও বকেয়া দিতে হবে কর্মীদের। বিজেপি তো প্রতিশ্রুতিভঙ্গ করেছে। বিজেপি এবার মঞ্চ বেঁধে দিন। সেখানে গিয়ে পাশে দাঁড়িয়ে যান। কপাল পেতে ভাইফোঁটা নিন’।
বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মীরা ১৮ মাসের বকেয়া বেতনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারের সর্বশেষ উত্তর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় ধাক্কা দিয়েছে। যদিও কর্মচারীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের কাছে ১৮ মাসের ডিএ বকেয়া দাবি করে আসছেন।