কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে বিরোধী দলগুলির সঙ্গে দেখা করতে দিল্লি যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক শীর্ষ তৃণমূল নেতা এএনআইকে জানিয়েছেন, খুব শীঘ্রই দিল্লিতে আসতে পারেন দলের সুপ্রিমো। তবে তাঁর সফর সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ওই নেতৃত্ব জানিয়েছেন মোটামুটিভাবে মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথমদিকে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, একাধিক বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মমতা। সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছিলেন বিরোধীরা। সেখানে যারা সই করেছিলেন তাঁদের সঙ্গেই দেখা করতে পারেন মমতা। এমনটাই মনে করা হচ্ছে। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই চিঠিতে সই করেছিলেন।
তবে ওই চিঠিতে কংগ্রেস, জেডিএস, জেডিইউ, সিপিএমের কেউ সই করেননি। সেই চিঠিতে সই করেছিলেন বিআরএস নেতা কেসিআর, জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ, এনসিপি চিফ শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ।