সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই বৈঠকে কী বার্তা দিতে চলেছেন তৃণমূলনেত্রী। এখন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আগামীকাল কালীঘাটে দলের একাধিক শীর্ষনেতা ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আবহের মধ্যেই এই বৈঠক রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ২০২৪ লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি বিরোধীতায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদে ও দেশে ঠিক কী হতে চলেছে সেই সম্পর্কে আগামীকাল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতেন পারেন বলে মনে করা হচ্ছে।
তৃণমূল সূত্রে সামনে এসেছে বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয়: ১) সাগরদিঘি উপনির্বাচনের হার পর্যালোচনা শুরু হয়েছে। তার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত আত্মবিশ্বাস দলের ক্ষতি করছে বলেই মনে করা হচ্ছে। তাই লাগাতার মানুষের কাছে পরিষেবা ও রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস দল রয়েছে তা বোঝানোর কথা বলা হবে।
২) সংখ্যালঘু এলাকায় ভোটের ফল খারাপ হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। এটা দেখার জন্য ইতিমধ্যেই একাধিক দলের সংখ্যালঘু মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামিকাল পঞ্চায়েতের কাজেও একাধিক সংখ্যালঘু নেতাকে সামনের সারিতে দেখা যেতে পারে।
পঞ্চায়েত ভোট নিয়ে কড়া হচ্ছে দল। প্রার্থী বাছাইয়ে দলের সিদ্ধান্ত চুড়ান্ত তা জানিয়ে দেওয়া হবে আরও একবার। পুরানো কারা ভোটে লড়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে মাপকাঠি হবে তাদের পারফরম্যান্স বিগত ভোটে ও ওই পঞ্চায়েতের কাজে। পঞ্চায়েত ভোটে দল কোনও অশান্তি মেনে নেবে না৷ অতীত থেকে শিক্ষা নিয়ে প্রশাসন যে এবার কঠোর ভূমিকা পালন করবে তা আরও একবার মনে করিয়ে দেওয়া হবে।