চার দশক আগের ভোপাল গ্যাস দুর্ঘটনাযর স্মৃতি এখনও ভোলেনি দেশ। তবে এবার সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রের বাড়তি ক্ষতিপূরণের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস কে কাউলের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষতিগ্রস্থদের অতিরিক্ত ক্ষতিপূরণের জন্য কেন্দ্রের দায়ের করা কিউরেটিভ পিটিশনের ওপর রায় দিয়েছে। কেন্দ্রের তরফে অতিরিক্ত ৭,৮৪৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। ২০১০ সালে ওই মামলা হয়। এবার সেই আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট।
চার দশক আগের ভোপাল গ্যাস দুর্ঘটনায় প্রাণ গেছিল ৩ হাজারের বেশি মানুষের। ইউনিয়ন কার্বাইড এবং অন্যান্য সংস্থাগুলির এর আগে ক্ষতিপূরণ হিসেবে ৪৭০ মিলিয়ন মার্কিন ডলার (১৯৮৯ সালে নিষ্পত্তির সময় ৭১৫ কোটি টাকা) দেবে বলে ঠিক হয়। যদিও কেন্দ্রের তরফে পরবর্তীকালে ৭,৮৪৪ কোটি টাকা অতিরিক্ত অর্থ দাবি করা হয় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যদিও ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের হয়ে সিনিয়র আইনজীবী হরিশ সালভে শুনানিতে দাবি করেন, মীমাংসার সময় ভারত সরকার কখনই বলেনি যে নির্ধারিত অর্থ (৭১৫ কোটি টাকা) অপর্যাপ্ত ছিল। উল্লেখ্য, ২০১০ সালে বর্ধিত ক্ষতিপূরণের দাবিতে শীর্ষ আদালতে মামলা করে কেন্দ্র। সেই আরজি খারিজ করল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
