সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। আর তারপর থেকেই বিপাকে গৌতম আদানির সংস্থা। এ নিয়ে কেন্দ্রকেও বারংবার নিশানা করছে কংগ্রেস। এবার তাদের প্রশ্নবাণের মুখে মোদী সরকার জানাল, যে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগগুলির তদন্ত করার জন্য সরকার কোনও বিশেষ তদন্ত কমিটি তৈরি করেনি। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) সংস্থাটির বিরুদ্ধে ‘বাজারের অভিযোগের তদন্ত’ করছে।
কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারির একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে সুপ্রিম কোর্ট সেবিকে নির্দেশ দিয়েছে দুই মাসের মধ্যে চলমান তদন্ত শেষ করতে। তাঁর কথায়, ‘সরকার সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত কমিটির প্রস্তাবিত রেমিট সম্পর্কে ভারত সরকারের পরামর্শ সিল করা কভারে দেওয়া হয়েছে।’ অন্যদিকে, কংগ্রেস সাংসদ এস. জোথিমনি আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে সেবি এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) দ্বারা তদন্তের মূল ফলাফল এবং ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, যে আদানি গ্রুপ কোম্পানিগুলির দ্বারা পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন এবং ইনফ্রাস্ট্রাকচার (বন্দর এবং এসইজেড) সরঞ্জাম আমদানি সংক্রান্ত তদন্ত রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর দ্বারা সমাপ্ত হয়েছে এবং প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে।
