অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় ভাল কাজ করছে বাংলা। এবার এ কথা কবুল করে নিল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, সপ্তাহ দুয়েক আগে যা পরিস্থিতি ছিল, তার থেকে এখন অবস্থা অনেক ভাল। প্রায় নিয়ন্ত্রণেই বলা চলে। রাজ্যের তরফে অবশ্য প্রথম থেকেই বলা হয়েছিল, প্রশাসন সর্বতোভাবে কাজ চালিয়ে যাচ্ছে। অহেতুক চিন্তা করার কোনও কারণ নেই। তা যে শুধুই কথার কথা নয়, তা প্রমাণ হয়ে গেল স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়।
প্রসঙ্গত, রাজনৈতিক কারণে যে কোনও বিষয়ে রাজ্যের খুত ধরতে ব্যস্ত থাকে মোদী সরকার। তবে অ্যাডিনো মোকাবিলার ক্ষেত্রে তেমনটা করার পথ পেলেন না মনসুখ মাণ্ডব্য। উলটে বললেন, ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় স্বাস্থ্য রাজ্যের অধীনে। পশ্চিমবঙ্গ অ্যাডিনো মোকাবিলায় বেশ ভাল কাজ করছে। বাংলা-সহ অন্য সব রাজ্যের সঙ্গেই আমাদের কথা হয়েছে। নির্দেশিকাও জারি করেছি। চিন্তার কিছুই নেই। দু’সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা ছিল, এখন অনেক নিয়ন্ত্রণে।’
