নিয়োগ দুর্নীতিতে এ বারে স্কুলের গ্রুপ সি-র ওএমআর শিটে গরমিলের তালিকায় উঠল বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক দুলাল বরের মেয়ের নাম।
হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবার এসএসসি ওএমআর শিট খতিয়ে দেখে তাদের ওয়েবসাইটে যে ৩১১৫ জনের তালিকা দিয়েছে, তার মধ্যে আছে উত্তর ২৪ পরগনার বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের মেয়ে বৈশাখী বরের নাম।
সে কথা মানছেন দুলাল। তাঁর প্রতিক্রিয়া, ‘এ রাজ্যের সরকার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে। হাজার হাজার ছেলেমেয়ের চাকরি গিয়েছে। তার মধ্যে দু’চার জন যোগ্য ছেলেমেয়েরও চাকরি গিয়ে থাকতে পারে।’ তাঁর কথায়, ‘আমার মেয়ের ক্ষেত্রে কী হয়েছিল, তা সরকার এবং সংশ্লিষ্ট দফতরই বলতে পারবে।’
দুলালের পরিবারের বক্তব্য, কয়েক বছর আগে বৈশাখীর বিয়ে হয় নদিয়ায়। বিয়ের পরে ব্যারাকপুরের একটি স্কুলে চাকরি পান তিনি। তৃণমূলের বাগদা অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দারের অভিযোগ, দুলালের মেয়ের চাকরি চন্দনের মাধ্যমেই হয়েছিল। দুলালের পাল্টা দাবি, ব্যক্তিগত ভাবে চন্দনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। পাশের গ্রামের বাসিন্দা, পার্শ্বশিক্ষক হিসাবে তাঁকে চিনতেন মাত্র।