প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের গাড়ি ধাক্কা মারল মোটরবাইকে! বৃহস্পতিবার দুপুর মধ্যপ্রদেশের রাজগড় এলাকার এই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং নিজে। আহত ওই বাইক চালককে উদ্ধার করে অন্য গাড়ির সাহায্যে পাঠান হাসপাতালে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিগ্বিজয় সিংয়ের গাড়ির চালককে।
পুলিশ জানিয়েছে, আহত বাইক চালকের নাম রামবাবু বাগরি। তাঁর বয়স ২০ বছর। তাঁর বাইকের সঙ্গে মুখোমুখি এসে ধাক্কা মারে দিগ্বিজয় সিংয়ের গাড়িটি। গাড়ির ধাক্কায় শূন্যে উড়ে মাটিতে আছড়ে পড়েন ওই বাইকচালক। মাথায় চোট লাগে তাঁর। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, গাড়ি ও বাইক দুই-ই দ্রুতগতিতে ছিল। তবে গাড়ির উল্টোদিক থেকে আসা বাইকটি আচমকা মোড় ঘোরে, ট্র্যাফিক সিগনাল না দেখেই। এর ফলেই মুখোমুখি সংঘর্ষ হয় দিগ্বিজয় সিংয়ের গাড়ির সঙ্গে। তার পরেই দিগ্বিজয় সিং গাড়ি থেকে নেমে ছুটে যান আহত যুবকের কাছে। প্রথমে স্থানীয় একটি হাপাতালে পাঠানো হয় তাঁকে, তার পরে সরানো হয় ভোপালের হাসপাতালে। যুবকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন দিগ্বিজয় সিং নিজেই।