কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতা এবং এই খাতে বকেয়া অবিলম্বে মেটানোর দাবিতে শুক্রবার ধর্মঘট ডেকেছে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। আর তার আগে মুখ খুলে মহার্ঘভাতা বা ডিএ পাওয়া সরকারি কর্মচারীদের অধিকার নয় বলে স্পষ্ট জানালেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। তাঁর কথায়, সরকার মনে করলে ডিএ দেবে, না মনে করলে দেবে না। সরকারি কর্মচারীরা ডিএ-র জন্য জোরাজুরি করতে পারেন না। তৃণমূলের নেতা-মন্ত্রীদের অনেকেই ইদানীং একই কথা বলেছেন। রাজ্যের শাসক দলের সঙ্গে সুর মিলিয়ে বৃহস্পতিবার রাতে সেই একই কথা বলেছেন কলকাতা হাইকোর্টের এই বিশিষ্ট আইনজীবী।
নবান্নের তরফে বলা হয়েছে, শুক্রবার উপযুক্ত কারণ ছাড়া অফিসে না এলে বেতন কাটার পাশাপাশি কর্মজীবন থেকে একটি দিন বাদ দেওয়া হবে। সরকারি কর্মচারীদের জন্য যা বড় শাস্তি বলেই মনে করা হয়। তা সত্ত্বেও আগামীকাল ধর্মঘট সফল করতে অবিচল কর্মচারী সংগঠনগুলি। সেই ধর্মঘট শুরুর কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে অরুণাভ বলেন, ‘সুপ্রিম কোর্ট একটি মামলায় ১৯৫৪ সালে বলেছে, মহার্ঘভাতা দিতে সরকার বাধ্য নয়’। তাঁর আরও দাবি, সেই পুরনো রায়কে মান্যতা দিয়ে ২০১৭ সালেও একটি মামলায় সর্বোচ্চ আদালত একই কথা বলেছে। অরুণাভর কথায়, ‘শীর্ষ আদালত বলেছে, কোনও রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার জন্য বাধ্য করা যায় না। ডিএ কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না। সরকারের সামর্থ থাকলে দেবে, নয়তো দেবে না’।
