বড়সড় বিপাকে পড়ল বঙ্গ বিজেপি। সম্প্রতি হাই কোর্টের নির্দেশে ওএমআর শিট গরমিলে চাকরি চলে গিয়েছে গ্রুপ সি’র ৫৭ জনের। এবং সেই তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনার বাগদার প্রাক্তন বিধায়ক তথা পদ্ম-নেতা দুলাল বরের কন্যা বৈশাখীর৷ প্রাক্তন বিজেপি বিধায়কের মেয়ের নাম তালিকায় থাকায় সরব হয়েছে শাসকদল তৃণমূল। দুলাল বরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ৫৭ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই তালিকা অনুযায়ী, ৪২৮ নম্বরে বৈশাখী বরের নাম রয়েছে৷
এ ইস্যুতে দুলাল বরকে কড়া ভাষায় একহাত নিয়েছেন বাগদা আঞ্চলিক তৃণমূল সভাপতি সঞ্জিত সর্দার। জানিয়েছেন, “দুলাল বর এবং বাগদার মামাভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল দু’জনেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ঘটনায় যুক্ত৷ দু’জনেই চাকরি দেবে বলে লোকজনের কাছ থেকে টাকাপয়সা তুলেছে৷ চন্দনের মাধ্যমেই দুলাল বরের মেয়ের চাকরি হয়েছে।” পাশাপাশি, দুলাল বরকে গ্রেফতারির দাবিও জানিয়েছেন সঞ্জিত সর্দার।