গতকাল ছিল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। সেই দিনেই টিপ না পরার জন্য এক মহিলাকে প্রকাশ্যে তুলোধোনা করলেন বিজেপির এক সাংসদ।
ঘটনাটি ঘটেছে বুধবার কর্নাটকের কোলার জেলায়। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি প্রদর্শনী এবং মেলা উদ্বোধন করেন কোলারের বিজেপি সাংসদ এস মুনিস্বামী। সেখানেই একটি দোকানে একজনকে মহিলাকে দেখতে পান তিনি, তাঁর কপালে টিপ ছিল না। সেই নিয়েই প্রকাশ্যে ওই মহিলাকে যাচ্ছেতাইভাবে অপমান করেন মুনিস্বামী।
‘আগে টিপ পরুন, আপনার তো স্বামী আছে! কোনও বোধবুদ্ধি নেই আপনার,’ এই ভাষাতেই সকলের সামনে ওই মহিলাকে ধমক দেন মুনিস্বামী। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই গেরুয়া শিবিরের ওই সাংসদের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন।
মুনিস্বামীর বক্তব্যের প্রতিবাদ করেছে কংগ্রেসও। এই ধরনের মন্তব্য আসলে বিজেপির সংস্কৃতিরই প্রতিচ্ছবি, দাবি কংগ্রেসের।