এন্ড্রোস্কপিক পদ্ধতির সহায়তায় এক ব্যক্তির খাদ্যনালী থেকে দুটি ১০০ টাকার নোট বের করলেন আরজিকর হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর নাম শহিদ আজিজ। ৫৭ বছর বয়স তাঁর। দীর্ঘদিন ধরেই মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন তিনি। তার মাঝে গত দেড় মাস ধরে পেট ব্যথায় ভুগছিলেন। তাঁকে ১লা মার্চ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
এরপর হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করার পর জানতে পারেন, ওই ব্যক্তির খাদ্যনালীতে ১০০ টাকার নোট আটকে রয়েছে। আর সেই কারণে খাবার খেতে সমস্যা হচ্ছে তাঁর। অবশেষে এন্ড্রোস্কপিক পদ্ধতির সাহায্যে রোগীর খাদ্যনালী থেকে নোট দুটি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। তবে আপাতত বেশকিছুদিন ধরে নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে তাঁকে।
