বিপদ বেড়েই চলেছে স্পেনীয় ক্লাব বার্সেলোনার। রেফারিদের ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে আরও বিপাকে লিওনেল মেসির প্রাক্তন ক্লাব। বার্সেলোনার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোরতর তদন্ত। সরকারের তরফে এই ক্লাবকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হতে পারে। তবে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। তবে অদূর ভবিষ্যতে সমস্যা আরও বাড়তে পারে। গত কয়েক দিন ধরেই সমস্যায় রয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল সংস্থার রেফারিং কমিটির সহ-সভাপতির সংস্থায় কয়েক বছর ধরে লক্ষ লক্ষ ডলার পাঠানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই অর্থ অনৈতিক ভাবে পাঠানো হয়েছে, নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে, তারই তদন্ত চলছে।
বার্সেলোনার এহেন কাণ্ড খতিয়ে দেখছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এবং স্প্যানিশ ফুটবল সংস্থাও। সরব হয়েছে স্পেনের অন্যান্য ক্লাবগুলিও। তাদের দাবি, রেফারিদের ঘুষ দিয়েছে বার্সেলোনা। তার ফলে ম্যাচের ফলাফল তাদের অনুকূলে গিয়েছে। বার্সেলোনাও একটি বেসরকারি সংস্থাকে দিয়ে নিজেদের মতো করে তদন্ত করাচ্ছে। কোনও রকম স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছে তারা। জানিয়েছে, রেফারিদের সম্পর্কে তথ্য জানতেই অর্থ দেওয়া হয়েছে। ম্যাচ প্রভাবিত করার কোনও চেষ্টাই করা হয়নি, এমনই দাবি করেছে তারা।
