ভাঙনের মুখে বিজেপি-এআইএডিএমকে-র জোট। তামিলনাড়ুতে বিজেপি ছেড়ে এআইএডিএমকেতে যোগ দিলেন ১৩ জন নেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জোট বেঁধে লড়েছিল দুই দল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই জোট প্রায় ভাঙার মুখে।
গত সপ্তাহেই বিজেপি ছেড়ে এআইএডিএমকে-তে যোগ দেন পাঁচজন বিজেপি নেতা। এর মধ্যে ছিলেন বিজেপির আইটি শাখার প্রধান সিআরটি নির্মল কুমার। তাঁর সমর্থনেই এবার আরও ১৩ জন বিজেপি নেতাও এআইএডিএমকে-তে যোগ দিলেন। এরপরই আজ, বৃহস্পতিবার বিজেপির কর্মীরা তুতিকোরিনে এআইএডিএমকে-র প্রধান ই পালানিস্বামীর ছবি ও পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, রবিবার বিজেপি থেকে ইস্তফা দেন আইটি শাখার প্রধান সিআরটি নির্মল কুমার। দল ছাড়ার কারণ হিসাবে তিনি জানান, বিজেপি নেতা আন্নামালাইয়ের সঙ্গে ডিএমকে মন্ত্রীদের গোপন আঁতাত রয়েছে। সেই কারণেই একের পর এক নির্বাচনে ফল খারাপ হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে দক্ষিণের রাজ্য় তামিলনাড়ুর তৎকালীন শাসক দল এআইএডিএমকে-র সঙ্গে জোট বাধে বিজেপি। এরপর মোট তিনটি নির্বাচনে এই জোট লড়ে, প্রত্য়েকটিতেই হার হয় এআইএডিএমকে-র। সম্প্রতিই উপ-নির্বাচনেও এআইএডিএমকে-বিজেপি জোট হেরে যায়। উপ-নির্বাচনের জন্য দুই দল একসঙ্গে প্রচারও করেনি। সেই সময় থেকেই আঁচ পাওয়া গিয়েছিল যে জোটে ‘অল ইজ নট ওয়েল”। বিজেপিকে বর্তমানে এআইএডিএমকে দায়বদ্ধতা বলেই মনে করছে। গত নভেম্বর মাসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তামিলনাড়ু সফরের সময়ে এআইএডিএমকে প্রধান পালানিস্বামী জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার প্রয়োজন নেই।