এবার ভাঙড়ে ফের আক্রান্ত শাসক দল। দোলের রাতে এলাকার তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি! গুলিবিদ্ধ হয়েছেন আনসার মোল্লা। তিনি এলাকায় রঙের কাজের পাশাপাশি প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পরেই রক্তাক্ত আনসার মোল্লাকে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজে রেফার করেন। তারপর আনসারকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হাতের ওপরের অংশ থেকে পিঠের দিকে তিনটি গুলি লেগেছে বলে খবর। অভিযুক্ত নুর মহম্মদ মোল্লা এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, আনসারকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে গোটা এলাকায়। এই হামলায় আহত হয়েছেন ওই নেতা। ভাঙড়ের কাঁঠালবেড়িয়া এলাকায় ছয় রাউণ্ড গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, আনসার মোল্লা রঙের কাজ করেন। আবার জমি প্রোমোটিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। মঙ্গলবার রাতে আনসার ও তাঁর বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নুর মহম্মদ মোল্লা এবং তুষার মোল্লার মধ্যে বচসা হয়। তখনই হঠাৎ নুর মহম্মদ মোল্লা ছয় রাউণ্ড গুলি চালায় আনসারকে লক্ষ্য করে। আর অভিযুক্তরা চম্পট দেয়। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।