জমজমাট আইএসএল। সেমিফাইনালের প্রথম পর্বে মুম্বই সিটি এফসিকে হারিয়ে এগিয়ে রইল বেঙ্গালুরু এফসি। মঙ্গলবার মুম্বইয়ে তারা ১-০ গোলে হারায় মুম্বইকে। ৭৮ মিনিটে গোল করেন সুনীল ছেত্রী। রবিবার নিজেদের ঘরের মাঠে ফিরতি সাক্ষাতে খেলতে নামার আগে খানিকটা হলেও বাড়তি আত্মবিশ্বাস পেল বেঙ্গালুরু। এদিকে, নকআউট পর্বে বিতর্কিত গোলে হারের পরে মাঠ থেকে দল তুলে নিয়ে সমস্যায় পড়েছে কেরল ব্লাস্টার্স। সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
প্রসঙ্গত, সোমবার কেরল ব্লাস্টার্স নতুন করে ম্যাচ আয়োজনের জন্য আবেদন জানিয়েছিল। সেই প্রস্তাব খারিজ করে দেয় ফেডারেশন। “কেরলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে শৃঙ্খলারক্ষা কমিটি। দশ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ফেডারেশনের জনৈক কর্তা। শোনা গিয়েছে, কেরলের পয়েন্ট কাটা হতে পারে অথবা বড় অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে। কোচের উপরেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। অনেকে আবার মনে করছেন, তেমন হলে নির্বাসিত করা হতে পারে ক্লাবটিকে।